ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিচার ব্যবস্থা থেকে ব্যাংক-টানা সুখবর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশিত: ১৩:৩২, ১৮ এপ্রিল ২০২৫

বিচার ব্যবস্থা থেকে ব্যাংক-টানা সুখবর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে জমি সংক্রান্ত মামলা, আন্তর্জাতিক পানি চুক্তি, ব্যাংক খাত ও রাজস্ব ব্যবস্থাপনা সংস্কারসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে, কারো সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা ঝুলিয়ে দাও, তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না।”

তিনি বলেন, সেই তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেজন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় ও অর্থ কম লাগে।

তিনি জানান, মামলার রায় হয়ে যাওয়ার পর আর আলাদা করে জারি মোকদ্দমা করতে হবে না। এখন রায়ের মধ্যেই এক্সিকিউশন সংযুক্ত থাকবে। এছাড়া সময় নেয়ার ক্ষেত্রেও সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে।


তিনি আরও বলেন, “বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনো সেকেলে রয়ে গেছে। এখন থেকে টেলিফোন, এসএমএস কিংবা আধুনিক ডিভাইসের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার সুযোগ রাখা হয়েছে।”

ভুয়া মামলা দিয়ে মানুষকে হয়রানির প্রবণতা নিয়ন্ত্রণে জরিমানা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে বলেও জানান তিনি।


সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমাদের অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দুইটি কনভেনশন আছে—১৯৯৭ কনভেনশন ও ১৯৯২ কনভেনশন। বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ১৯৯২ সালের কনভেনশন অন প্রটেকশন অ্যান্ড ইউজ অব ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস অনুস্বাক্ষর করবে।”

তিনি বলেন, এর মাধ্যমে এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ এই কনভেনশন স্বাক্ষরের উদ্যোগ নিচ্ছে।


তিনি জানান, “ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ” পাস করা হয়েছে, যাতে করে শিল্পগোষ্ঠী কর্তৃক ব্যাংক নিয়ন্ত্রণ এবং তহবিল তসরুপ রোধ করা যায়। এতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।


তিনি বলেন, “ফিনান্সিয়াল ক্রাইমে জড়িত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তদন্ত ও বিচার কার্যক্রম শুরু করতে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে।”


সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের মাধ্যমে দুইটি কাজ আলাদা করা হয়েছে—একটি নীতিনির্ধারণ এবং অন্যটি বাস্তবায়ন।”


তিনি জানান, “গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশে ভূমিহীনদের পাশাপাশি ‘বৃত্তহীন’ শব্দটি সংযোজন করা হয়েছে। এখন থেকে ইউনিয়ন পরিষদের বাইরেও পৌরসভা ও সিটি কর্পোরেশনের অধীনে গ্রামীণ ব্যাংক কাজ করবে।”

বোর্ডে বেনিফিশিয়ারিদের মধ্যে থেকে নয়জন আসবেন, যাদের মধ্য থেকে তিনজন মনোনীত হয়ে একজন চেয়ারম্যান হবেন।

তিনি বলেন, আগে সরকারের ছিল ২৫% আর বেনিফিশিয়ারিদের ছিল ৭৫%। এখন সেটা হয়ে গেছে ১০% এবং ৯০%।


এই প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রস্তাব ও সংস্কারের চিত্র তুলে ধরেন। একাধিক খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার এ উদ্যোগকে তিনি “টানা সুখবর” হিসেবে আখ্যায়িত করেন।

 

আফরোজা

আরো পড়ুন  

×