ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খাগড়াছড়ির রামগড়ের গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিসি বৈঠকের পর সংঘর্ষে একজন নিহত ও আহত আটজন

পাবর্ত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি

প্রকাশিত: ১৩:২৬, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:২৭, ১৮ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ির রামগড়ের গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিসি বৈঠকের পর সংঘর্ষে একজন নিহত ও আহত আটজন

ছবি: প্রতিবেদক

পাবর্ত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি

গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিসি বৈঠকের পর সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবর রাতে খাগড়াছড়ির রামগড়ের তৈছালাপাড়ায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন।

জানা গেছে, রামগড় পৌরসভার ৬নং তৈচালা পাড়া ওয়ার্ডের জনৈক মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামক আরেক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সামাজিক বিচার বসে। বিচারে বিষয়টি মীমাংসাও হয়। কিন্তু বিচার শেষে রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, সংঘর্ষে অন্তত আটজন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে শুক্রবার ভোর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আবুল কালাম (৫০) নামে একজন মারা যায়।

আরশি

আরো পড়ুন  

×