
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশবাসী চরমভাবে উদ্বিগ্ন। তিনি অভিযোগ করেন, সরকার স্পষ্ট কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা ছাড়াই চলছে, যার ফলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ছে।
তিনি বলেন, “বিএনপিকে পাশ কাটিয়ে, জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ রুদ্ধ করতেই সরকার নির্বাচন এড়িয়ে চলার পথ নিচ্ছে।” তিনি জোর দিয়ে বলেন, দেশের সবচেয়ে জরুরি বিষয় এখন একটি গ্রহণযোগ্য, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, “অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে—সেটি জাতিকে জানাতে হবে। একবার বলেন ডিসেম্বর, আবার বলেন জুন—এই ধরনের ‘ফাইজলামি’ বন্ধ করতে হবে।”
সরকারকে হুঁশিয়ার করে দুদু বলেন, “এর আগেও শেখ হাসিনাকে বিদায় জানাতে পেরেছি, ভবিষ্যতে যদি নতুন কোনো ফ্যাসিবাদী শক্তির উদ্ভব ঘটে, তাহলেও বাংলাদেশের জনগণ তাদের বিদায় দিতে প্রস্তুত। আপনারা সেটা মাথায় রেখে কার্যক্রম নেবেন।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণ আপনাদের ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে, চাইলে আবার ফুলের মালা দিয়েই বিদায় জানাতে পারে।”
তিনি সবশেষে বলেন, “এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে সুষ্ঠু নির্বাচনের আয়োজন ছাড়া আর কোনো পথ নেই।”
সূত্র: https://www.youtube.com/watch?v=cHnB_vftivY
আবীর