
ছবি: সংগৃহীত
ঢাকা বোর্ড ক্লাবের সভাপতির পদ জোর করে দখল করেছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেছেন ক্লাবটির ৩২ কোটি টাকা। বৃহস্পতিবার ঢাকা বোর্ড ক্লাবের সাবেক সভাপতি বেনজীর আহমেদের আর্থিক অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ক্লাবটির বর্তমান সভাপতি নাসির উদ্দিন মাহমুদ।
এসময় তিনি বলেন ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার করে এই ক্লাবের সভাপতির পদ দখল করেছিলেন বেনজীর। ক্লাবটির বর্তমান সদস্য সংখ্যা ৩ হাজারেরও বেশি উল্লেখ করে নাসির বলেন সদস্যরা চাঁদা দিলেও বিপুল সংখ্যক সদস্যের চাঁদা হাতিয়ে নেন সাবেক আইজিপি। এ সময় আনুষ্ঠানিকভাবে তাকে ও সাবেক সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল তাহসিন আমিনকে বহিষ্কারের ঘোষণা দেয় বর্তমান কমিটি। এসময় ক্লাবটির জমি দখল নিয়ে ওঠা অভিযোগও সত্য নয় বলে দাবি করেন নাসির।
নাসির উদ্দিন মাহমুদ বলেন, "বেনজির আহমেদ ও প্রাক্তন সেক্রেটারি আরেকজন সদস্য ছিলেন ভুয়া সদস্য তাহসিন আহমেদ। উনাদের দুজনকেই আমরা বহিষ্কার করেছি এবং পরবর্তীতে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব, উনাদের যেসব আর্থিক অনিয়ম পেয়েছি সেগুলোর জন্য। বাংলাদেশের স্বনামধন্য চার্টারড একাউন্ট ফার্ম হুদাবাসিকে আমরা নতুন করে আবার নিয়োগ দিয়েছি। তবে এটা নিশ্চিত থাকেন যে ৩২ কোটি থেকে যদি কমেও দুই চার কোটি টাকা কমতে পারে। খুব বেশি কমবে না।"
সূত্র: https://www.youtube.com/watch?v=y6kQ5nE2LAQ
আবীর