
ছবি : সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ৫২.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭২৪ কোটি টাকা) অনুদান দেবে জার্মানি। বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় জার্মান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত দুই দেশের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অনুদান 'জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন কর্মসূচি প্রকল্পের (অষ্টম)' জন্য ব্যবহার করা হবে। গত ডিসেম্বরে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে স্বাক্ষরিত 'বাংলাদেশ-জার্মান জলবায়ু ও উন্নয়ন অংশীদারিত্ব (সিডিপি)'র যৌথ ঘোষণার পর এটিই প্রথম তহবিল বরাদ্দ। প্রকল্পটির মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে তাদের ঝুঁকি হ্রাস করা হবে।
জার্মান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তহবিল জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনা প্রণয়ন এবং অভিযোজনমূলক অবকাঠামো নির্মাণেও সহায়তা করবে। বরাদ্দকৃত অর্থ জার্মান সহযোগিতার চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন এবং ভবিষ্যতে অন্যান্য প্রকল্পে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে জার্মানির এই আর্থিক সহায়তা।
আঁখি