ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যেভাবে চতুর্থ বিয়ে করেন হিরো আলম, মুখ খুললেন তৃতীয় স্ত্রী রিয়া মনি

প্রকাশিত: ০৫:৪৬, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৫:৪৯, ১৮ এপ্রিল ২০২৫

যেভাবে চতুর্থ বিয়ে করেন হিরো আলম, মুখ খুললেন তৃতীয় স্ত্রী রিয়া মনি

ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি তার বাবাকে দেখতে আসেননি, বাবার লাশও দেখতে আসেননি।

তৃতীয় স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে হিরো আলমের এমন অভিযোগের বিপরীতে এবার মুখ খুললেন রিয়া মনিও। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, হিরো আলম তার সাথে প্রতারণা করে চতুর্থ বিয়ে করেছেন।

রিয়া মনি বলেন, ‘আলম ওই মেয়েটার সাথে প্রায় তিনমাস বাসা ভাড়া নিয়েছিল। আমি তার থেকে দূরেই ছিলাম। অফিস ছিল এক জায়গায়, আর আমাদের বাসা ছিল অফিস থেকে দূরে। সেক্ষেত্রে সে (আলম) নিয়মিত বাসায় আসতে পারত না। আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল। ওই মেয়ের সাথে আলম তিনমাস ছিল।’

হিরো আলমের আশেপাশের মানুষদের কাছে থেকে ব্যাপারটি জানতে পারেন বলে জানান তিনি। রিয়া মনি বলেন, ‘তিনমাস থাকার পরে আমি যখন আলমকে বলতাম, কেন করছো এগুলো, সে সরাসরি অস্বীকার করত।’

আশেপাশের মানুষদের কাছ থেকে হিরো আলমের কর্মকাণ্ড ধারাবাহিকভাবে জানতে থাকতেন উল্লেখ করে রিয়া মনি তখন হিরো আলমকে শোধরানোরও চেষ্টা করেছেন বলে জানান।

 

সূত্র: https://www.facebook.com/share/r/15BRtKyBAe/

রাকিব

আরো পড়ুন  

×