
ছবি: সংগৃহীত
যতোই দিন যাচ্ছে, ততোই খ্যাতি, সম্মান আর স্বীকৃতির তালিকা বড় করছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। আর এবার সে তালিকায় যুক্ত হলো প্রভাবশালী টাইম ম্যাগাজিনের নাম। বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করা হয়। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ডক্টর মুহাম্মদ ইউনূস। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই স্বীকৃতি পেয়েছেন অর্থনৈতিক খাত, সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তাঁর অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ বিশিষ্টজনের এই তালিকার শিরোনাম দেওয়া হয়েছে ‘দ্যা হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল অফ ২০২৫’। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণাও বটে।
টাইম ম্যাগাজিনের এই তালিকায় লিডার ক্যাটাগরিতে আরও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ধনকুবের ইলন মাস্ক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি ক্লদিয়া শাইনবাউমের মতো ব্যক্তিরা। এছাড়াও তালিকার পাইওনিয়ার ক্যাটাগরিতে উঠে এসেছে চাইনিজ এআই স্টার্টআপ ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং এর নাম।
তালিকায় বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদেরও নাম রয়েছে। যেখানে উঠে এসেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, জনপ্রিয় সংগীত শিল্পী এড শেরান, অভিনেত্রী স্কারলেট জোহানসনের মতো পরিচিত মুখ। তবে এ বছর টাইম ম্যাগাজিনের এই তালিকার কোনো ক্যাটাগরিতেই ভারতীয়দের নাম নেই।
গত বছর বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিয়ান কুস্তিগীর সাক্ষী মালিকের মত কয়েকজন ভারতীয় এই তালিকায় ছিলেন। এর আগে ২০১০ সালে ব্রিটিশ ম্যাগাজিন নিউ স্টেটমেন্টে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছিল ডক্টর ইউনূসের নাম।
২০১২ সালে ফরচুন ম্যাগাজিনের সেরা ১২ উদ্যোক্তার তালিকাতেও স্থান পেয়েছিলেন ডক্টর ইউনূস। তিনি বিশ্বের মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি একই সাথে নোবেল শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল ফ্রিডম মেডেল এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মাননা ও পদক। তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত অবস্থায় টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি ডক্টর ইউনূসের জন্য নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সূত্র: https://www.youtube.com/watch?v=F1HZSxFLTSk
রাকিব