ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

‘এই রাষ্ট্র ২৪ এর শহীদদের প্রতি কতটা উদাসীন, নামফলকে নামটি পর্যন্ত ভুল লিখেছে’

প্রকাশিত: ০৪:২১, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৪:২৩, ১৮ এপ্রিল ২০২৫

‘এই রাষ্ট্র ২৪ এর শহীদদের প্রতি কতটা উদাসীন, নামফলকে নামটি পর্যন্ত ভুল লিখেছে’

ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ২৪ এর শহীদদের প্রতি রাষ্ট্র উদাসীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এই রাষ্ট্র ২৪ এর শহীদদের প্রতি কতটা উদাসীন, নামফলকে নামটি পর্যন্ত ভুল লিখেছে।’

বুধবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বরিশাল সোসাইটি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ‘খুবই দুঃখজনকভাবে দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন শহীদদের লাশ দাফন করবার সময় প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে, কাঁচা রাস্তাটা পাকা করে দেবে, কবরটাকে একটু বাঁধাই করে দেবে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম। বরিশালের শহীদ হোক বা চট্টগ্রাম এবং ঢাকার হোক। আমরা জেনেছি, জুলাই অভ্যুত্থানে বরিশাল বিভাগে ৩৭ এর বেশি শহীদ হয়েছে। আমি কয়েকজনের কবর জিয়ারতও করে এসেছি। তবে দুঃখের বিষয়, লাশ দাফনের সময় প্রশাসন ও অন্তর্বর্তী সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, তার কিছুই করেনি। রাষ্ট্র ২৪ এর শহীদদের প্রতি উদাসীন।’

সরকারকে উদ্দেশ করে ফুয়াদ আরও বলেন, ‘২৪ এর অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ হলো বাংলাদেশ বিনির্মাণের ফাউন্ডেশন। প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কীভাবে ট্রিট করছেন, তাদের জীবন ও মৃত্যুকে আপনারা কীভাবে দেখভাল করছেন, এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না। 

 

সূত্র: https://fb.watch/z15dIAZ88-/

রাকিব

আরো পড়ুন  

×