
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘১৬ বছর ধরে নির্যাতিত ছিলেন, এখন নির্যাতন শুরু করলেন। সামনের দিনে প্রায়শ্চিত্ত করতে হবে যে!’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মূল পোস্টটি আপলোড করেন নাহিমুর রহমান সাকিল নামের এক ব্যক্তি। সাকিল তার ফেসবুক পোস্টে জানান, আবুল কালাম নামের নোয়াখালীর হাতিয়ার একজন স্থানীয় বিএনপি নেতা ২০১৮ সালের সাজানো ঘটনায় ২০২৪ সালের নভেম্বরে তার বাবার নামে একটি মামলা করেন। কিন্তু পুলিশ তার বাবাকে গ্রেফতারের পর তারা প্রথম এই মামলার বিষয়ে জানতে পারেন।
সাকিল বলেন, ‘আবুল কালাম সম্ভবত হাতিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার নাইটগার্ড। তাকে আমরা চিনিও না। তার সঙ্গে আমাদের কোন পরিচয়ও নেই। শুনলাম তিনি নাকি অনেক ত্যাগী নেতা! কিন্তু হাতিয়া বিএনপির কয়েকজন সিনিয়র নেতা তাকে চিনেন না।’
ফেসবুক পোস্টে হাতিয়া উপজেলা বিএনপি নেতাদের প্রতি তিনি প্রশ্ন করেন, ‘৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে রুজু করা রাজনৈতিক মামলায় আমার বাবা কোন আপরাধে আসামি?’
এনসিপি নেতা আবদুল হান্নান মাসুদ নাহিমুর রহমান সাকিলের এই ফেসবুক পোস্টটি নিজে আইডি থেকে শেয়ার করেন। সাকিলের অভিযোগ ও প্রশ্নের জবাব তার কাছেও নেই উল্লেখ করে হান্নান মাসুদ লেখেন, ‘এই মামলাবাজির সাথে জড়িত প্রতিটি মানুষকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’
সূত্র: https://www.facebook.com/share/1EKG9Ccwqr/
রাকিব