
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাওয়ার জন্যই আমরা নির্বাচনের কথা বলছি। নির্বাচনই জনগণের রায়ের একমাত্র ব্যবস্থা। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বগুড়া শহরের একটি মোটেলে রাজশাহী বিভাগের জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ‘যারা নির্বাচনকে ভয় পায়, তারা কী কারণে ভয় পায় আমরা জানি না। তবে তার মধ্য দিয়ে যারা নির্বাচন পেছাতে চায়, আমরা মনে করি, সেটা ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্র কিনা, আমরা সেটাও জানি না।’
এখনও সীমান্তের ওপারে ‘পরাজিত ফ্যাসিবাদ’ বসে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সে নিজেকে এখনও নির্বাচিত সরকারের প্রধান মনে করে। কীভাবে মনে করে, কোন সাহসে সেটা বলে? সেই সাহসকে ভেঙে দিতে অতি দ্রুত জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচিত সরকার দরকার।’
‘৫ আগস্টের পরে অনেকে, অনেক রাজনৈতিক দল বলেছিল, চেয়েছিল বিএনপি অন্যান্যদের নিয়ে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্রক্ষমতায় যাক। কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মনে করেছিলেন, আমরা ক্ষমতায় বিশ্বাসী না, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী।’
‘অবশ্যই আমরা নির্বাচনের কথা বলব, অবশ্যই আমরা গণতন্ত্রের কথা বলব। দেশের জাতীয় ও আন্তর্জাতিক অবস্থা বিবেচনায় একটি নির্বাচিত সরকার যতদ্রুত দেশে আনা যায়, জাতীয় এবং আন্তর্জাতিক কারণেই কিন্তু আমরা সে বিষয়টা চাই।’
এখানে বিএনপির ক্ষমতা ভোগ করার কোনো বিষয় নাই, বিএনপির ক্ষমতার লালসা নাই বলে জানান তিনি। ক্ষমতা ভোগের জন্য বিএনপির জন্ম হয় নাই, জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে উল্লেখ করে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের সুখে-দুঃখে বিএনপি সবসময় তাদের পাশে ছিল। সে কারণেই আজকে অনেক রাজনৈতিক দল বলে, নির্বাচন হলেই মানুষ বিএনপিকে ভোট দিয়ে দেবে। ওই কারণেই কিন্তু বলে, ওই কারণেই কিন্তু শেখ হাসিনা ভয় পাইছে যে, নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে। ওই ভয়ের চোটেই কিন্তু ফ্যাসিবাদও নির্বাচন দেয় নাই, এখনও অনেকে নির্বাচন পেছানোর জন্য পাঁয়তারা করে।’
সূত্র: https://www.facebook.com/watch/?v=616656878052633&rdid=4BosmaXj8N25S0KU
রাকিব