ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তিন প্রজন্ম নয়, এক প্রজন্মেই মামলার নিষ্পত্তি—সিপিসি-তে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত: ০১:৪৯, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৫০, ১৮ এপ্রিল ২০২৫

তিন প্রজন্ম নয়, এক প্রজন্মেই মামলার নিষ্পত্তি—সিপিসি-তে আসছে বড় পরিবর্তন

বাংলাদেশে দীর্ঘদিন ধরেই একটি প্রচলিত কথা আছে—"শত্রুতা করতে হলে জমির মামলা করো, তিন প্রজন্ম কেটে যাবে"। তবে এবার সেই দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে সরকার। সিভিল প্রসিডিউর কোড (CPC)-এ আনা হচ্ছে গুরুত্বপূর্ণ সংশোধনী, যাতে একটি মামলার নিষ্পত্তি একই প্রজন্মেই সম্ভব হয়।

আইনমন্ত্রী জানিয়েছেন, এই সংশোধনের মূল উদ্দেশ্য হলো—সময় ও খরচ কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করা।

রিজওয়ানা হাসান উদাহরণ দিয়ে বলেন, আগে মামলার রায় হওয়ার পরও তা কার্যকর করতে নতুন করে জারি মামলা করতে হতো। এখন থেকে রায় ঘোষণার সময়ই এক্সিকিউশন সংক্রান্ত নির্দেশ অন্তর্ভুক্ত থাকবে।

তাছাড়া, উকিলদের অযথা সময় চাওয়ার প্রবণতা রোধে নির্ধারিত করা হয়েছে সর্বোচ্চ কয়বার সময় চাওয়া যাবে। একইভাবে, ফুল হিয়ারিং ও পার্শিয়াল হিয়ারিং-এর জন্য প্রতিদিন কতটি মামলা তালিকাভুক্ত করা যাবে তাও নির্দিষ্ট করা হচ্ছে।

এ উদ্যোগের ফলে মামলার প্রক্রিয়া হবে আরও দ্রুত, স্বচ্ছ ও ব্যয় সাশ্রয়ী—এমনটাই প্রত্যাশা করছে আইন মন্ত্রণালয়।

 

রাজু

আরো পড়ুন  

×