
নতুন করে নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনে যাবে না—আজ এমনটাই জানায় দলটি। এ প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি এনসিপির একটি রাজনৈতিক অবস্থান, এবং এই বিষয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে কোনো আলোচনা হয়নি।
সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, “নির্বাচন কবে হবে, সেটা সরকার বলবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচন কমিশনের সাথে সরাসরি সরকারের কথা বলার সুযোগ নেই। এনসিপি কীভাবে তাদের দাবি আদায় করবে, সেটা তাদের দলীয় বিষয়।”
এছাড়া তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় নয় এটি। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে সম্ভাব্য নির্বাচন তারিখ হিসেবে ২৬ জুন উল্লেখ করেছেন। জনগণ চাইলে ততদিনই অন্তর্বর্তী সরকার থাকবে।”
জনগণের মতামত নেওয়ার বিষয়ে কোনো উদ্যোগ আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, “আট তারিখ ও আজকের প্রেক্ষাপট আলাদা। এখন আমাদের কাছে পরিষ্কার, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, সেটাই সরকারের করণীয়র মধ্যে পড়ে।”
রাজু