ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আলোচিত টিপকাণ্ডে লতা সমাদ্দার ও ১৬ শোবিজ তারকার বিরুদ্ধে মামলা চাকরিচ্যুত কনস্টেবলের

প্রকাশিত: ০১:০৫, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:০৬, ১৮ এপ্রিল ২০২৫

আলোচিত টিপকাণ্ডে লতা সমাদ্দার ও ১৬ শোবিজ তারকার বিরুদ্ধে মামলা চাকরিচ্যুত কনস্টেবলের

ছবিঃ সংগৃহীত

ঢাকার ফার্মগেট এলাকায় আলোচিত টিপকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত কনস্টেবল নাজমুল তারেক ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার, তার স্বামী ড. মলয় মালা, শোবিজের ১৬ তারকা এবং আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসামি হয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালে লতা সমাদ্দারের পায়ে বাইক লাগলে পুলিশ পোশাক পরা এক ব্যক্তি তার টিপ পরা নিয়ে কটূক্তি করেন, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় শোবিজের তারকারা লতার পক্ষ নিয়ে প্রতিবাদ জানিয়ে ছবি ও বক্তব্য পোস্ট করেন, যার ফলে কনস্টেবল নাজমুল তারেকের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হয়। এই ঘটনায় তার পেশাগত ও সামাজিক জীবনে মারাত্মক ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। নাজমুল তারেক চাকরি হারান এবং আইনি লড়াইয়ে অংশ নিয়ে চাকরি ফেরতের আবেদন করেন, যা এখন প্রশাসনিক ট্রাইব্যুনালে বিচারাধীন।

মামলায় আরও বলা হয়েছে, এসব তারকারা ইচ্ছাকৃতভাবে পুলিশের মানহানি ঘটিয়েছেন। মামলার পর আদালত শেরেবাংলানগর থানাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। বর্তমানে নাজমুল তারেক পুলিশের মহাপরিদর্শকের কাছে চাকরি পুনর্বহালের আবেদনও করেছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1EfX7pgibr/

মারিয়া

আরো পড়ুন  

×