ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সমন জারি এখন থেকে মোবাইল ও এসএমএসের মাধ্যমে করতে পারব: সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশিত: ২১:৪৪, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪৯, ১৭ এপ্রিল ২০২৫

সমন জারি এখন থেকে মোবাইল ও এসএমএসের মাধ্যমে করতে পারব: সৈয়দা রিজওয়ানা হাসান

ছবিঃ সংগৃহীত

আমরা সমন জারির প্রক্রিয়াটি এখন থেকে টেলিফোন, এসএমএস অথবা অন্যান্য আধুনিক ডিভাইস ও পদ্ধতির মাধ্যমে করতে পারব—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মোবাইল ফোন বা এসএমএসের মাধ্যমে সমন জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, সিপিসির (সিভিল প্রোসিডিউর কোড) কিছু সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে—মামলার রায় হওয়ার সঙ্গে সঙ্গেই এক্সিকিউশনের বিষয় যুক্ত করা হবে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন অচিরেই শুরু হবে। একটি মামলার রায় হয়ে যাওয়ার পরেও আগে জারি মোকদ্দমা করতে হতো রায় বাস্তবায়নের জন্য। এখন থেকে যখন রায় দেওয়া হবে, সেই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টি অন্তর্ভুক্ত করে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন সময়ে সময় নেওয়ার কথা বলা হতো—যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে। এখন বলা হয়েছে, সর্বোচ্চ কতবার সময় নেওয়া যাবে তা নির্ধারণ করে দেওয়া হবে।”

সূত্রঃ https://youtu.be/3ze03eYD5rA?si=3ZnZ5KkenTj2wJBb

ইমরান

×