ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ক্র্যাবের সাথে সৌজন্য সাক্ষাতে আনসার ভিডিপির ডিজি 

অতীতে মানবিকতার নামে আনসার-ভিডিপিতে বৈষম্য তৈরি করা হয়েছে

প্রকাশিত: ২১:০৪, ১৭ এপ্রিল ২০২৫

অতীতে মানবিকতার নামে আনসার-ভিডিপিতে বৈষম্য তৈরি করা হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, অতীতে মানবিকতার নামে আনসার-ভিডিপিতে বৈষম্য তৈরি করা হয়েছে। যারা বাহিনীর কাজের জন্য ফিট নয়, এমন অনেকে যোগদানের সুযোগ পেয়েছে। এই বৈষম্যের কারণেই আন্দোলন দানা বাঁধে বাহিনীতে। আমরা এই বৈষম্য আর হতে দিবো না। শুধু মানবিকতা নয়, যোগ্যতার ভিত্তিতে আনসার ও ভিডিপি সদস্য হতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি। 

আনসার-ভিডিপির ডিজি বলেন, আনসারের সম্ভাবনার জায়গা নিয়ে কারোরই তেমন ধারণা নেই। কারণ এই কার্যক্রমগুলো দৃশ্যমান না। সবাই শুধু আনসার ভিডিপির আইনশৃঙ্খলার জায়গাটা দেখে। অথচ আনসার ভিডিপি শুধু আইনশৃঙ্খলা নয়, হিউম্যান সিকিউরিটির রোল প্লে করে। সুতরাং আইনশৃঙ্খলার পাশাপাশি পাবলিক সেটিসফেকশনের জন্য আমরা কাজ করবো। এজন্য বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবেলা করে এগিয়ে যেতে চেষ্টা চলছে। 

তিনি আরো বলেন, তরুণ সমাজ অনেকেই বিপথে যাচ্ছে, সামাজিক নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে। আইন প্রয়োগ করে- এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব হবে না। এজন্য তরুণ সমাজকে কর্মমুখী করতে হবে। এই সমস্যা দূরীকরণে স্কিল ম্যান পাওয়ার তৈরিতে গুরুত্ব দিচ্ছি আমরা। সম্প্রতি আমরা বিটাকের মাধ্যমে ১১১ জন মেয়ে সদস্যকে প্রশিক্ষণ করিয়েছিলাম, সবারই চাকরি হয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিচ্ছি। এজন্য যে প্রশিক্ষণের প্রয়োজন হবে সেগুলোর ব্যবস্থা আমরা করবো। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে কেউ উদ্যোক্তা হতে চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করবো।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ক্র্যাব অতীতের মতোই আনসার ভিডিপির সাথে দীর্ঘদিনে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। একইসাথে আনসার ও ভিডিপি সারাদেশে কর্মমুখী প্রশিক্ষণ ও উদ্যোক্তাদের সহযোগিতায় যে-সব উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়নে ক্র্যাব সর্বাত্মক সহযোগিতা করবে।

ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, আনসার- ভিডিপি বলতে অনেকেই শুধু আইনশৃঙ্খলার বিষয়টি বোঝে। অথচ সারাদেশের প্রান্তিক এলাকাতেও আনসার-ভিডিপি সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কর্মমুখী প্রশিক্ষণ এই ভূমিকাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলবে।

এ সময় আনসার ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপমহাপরিচালক (অপারেশনস) মো. সাইফুল্লাহ রাসেল,  পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আব্দুল মজিদ, আনসার-ভিডিপির মুখপাত্র  এবং গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. জসীম উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান উপস্থিত ছিলেন।

সজিব

×