
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীসহ মোট ৬ জনের অবস্থান শনাক্ত করা গেছে। তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে বলে জানিয়েছে সেনাসদর।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সেনাসদরের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
এ সময় সেনাসদরের মুখপাত্র কর্নেল শফিকুল ইসলাম বলেন, “পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া ছাড়াও সেনাবাহিনী গত দুই মাসে ২৩২টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।”
তিনি আরও জানান, বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট ২,৪৫৭ জনকে এবং এখন পর্যন্ত মোট ৭,৮২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুই মাসে ৩২০টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কর্নেল শফিকুল ইসলাম বলেন, “যে পাঁচজনকে ধরা হয়েছে, তাদের অবস্থান আংশিকভাবে শনাক্ত করা গেছে এবং তাদের উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি ভালো এবং এই অপহরণের ঘটনায় আমাদের নিরাপত্তা ব্যবস্থায় তেমন কোনো ঘাটতি দেখা যায়নি।”
ইমরান