
ছবিঃ সংগৃহীত
এনসিপি তাদের রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, সেই সিদ্ধান্ত দলটিই নেবে। এর সঙ্গে সরকারের নির্বাচন ঘোষণার কোনো সম্পর্ক নেই—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত অধ্যাদেশগুলোর ব্যাপারেও কথা বলেন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে সরকার।
বুধবার সকালে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় বিচার বিভাগ, ব্যাংকিং, সরকারি হিসাব নিরীক্ষা, রাজস্ব নীতি এবং গ্রামীণ ব্যাংক–সংক্রান্ত কিছু অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। পরে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দল এনসিপির আলাদা পরিকল্পনা থাকতে পারে, তবে সেটি সরকারের নির্বাচন ঘোষণার সঙ্গে সম্পৃক্ত নয়। এনসিপির দাবিটি তাদের রাজনৈতিক দলের অবস্থান থেকে করা হয়েছে। তারা কীভাবে সেই দাবি আদায় করবে বা নিষ্পত্তি করবে, সেটা এনসিপির ব্যাপার। এর ফলে সরকার বা নির্বাচন সংক্রান্ত ঘোষণায় কোনো ব্যত্যয় ঘটার কারণ আমি দেখছি না।”
ইমরান