ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

প্রকাশিত: ২০:১৩, ১৭ এপ্রিল ২০২৫

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে শিগগিরই অগ্রগতি আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, "দ্বিপাক্ষিক বৈঠকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।"

তিনি আরও জানান, বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবহন যোগাযোগ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আটকে থাকা পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

জসীম উদ্দিন বলেন, "বাংলাদেশ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, বাংলাদেশি অর্থ ফেরত দেওয়া এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সহায়তা চেয়েছে।"

দুই দেশের মধ্যকার অনিষ্পন্ন ইস্যুগুলো দ্রুত সমাধানের মাধ্যমে সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দিয়েছে ঢাকা।

পররাষ্ট্রসচিব আরও জানান, চলতি মাসের ২৭ ও ২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। ওই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

শিহাব

আরো পড়ুন  

×