
ছবিঃ সংগৃহীত
স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত এবং ১৯৭১ সালের গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, পাকিস্তানের কাছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার দাবি করেছে বাংলাদেশ, যা স্বাধীনতার পূর্বের সম্পদের অংশ হিসেবে বিবেচিত। বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ।
এছাড়া, বাংলাদেশে এখনও অবস্থানরত প্রায় ৩ লাখ ২৫ হাজার পাকিস্তানির প্রত্যাবাসন নিয়েও উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে দুই দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। খুব শিগগিরই ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, “জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি, তবে এটি কোনও পক্ষপাত নয়।”
মারিয়া