ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় অসদুপায়: যুবকের কারাদণ্ড, ১৫ পরীক্ষার্থী বহিষ্কার

বেলাল হোসেন রিয়াজ, নাঙ্গলকোট,কুমিল্লা

প্রকাশিত: ১৯:৪৩, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫০, ১৭ এপ্রিল ২০২৫

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় অসদুপায়: যুবকের কারাদণ্ড, ১৫ পরীক্ষার্থী বহিষ্কার

ছবি: জনকণ্ঠ

কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে জড়িত থাকার দায়ে ইমরান হোসেন (১৯) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে উপজেলার চারটি কেন্দ্রে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনকালে এ ঘটনাটি ঘটে। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান মোবাইল কোর্ট পরিচালনা করে এ আদেশ দেন।

জানা গেছে, ইংরেজি ২য় পত্র পরীক্ষার সময় ইমরান হোসেন হাতে নকল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে এক আত্মীয় পরীক্ষার্থীকে সরবরাহ করতে গেলে বিষয়টি টের পান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার শহীদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে পুলিশ সহায়তায় ইমরানকে কেন্দ্রের তৃতীয় তলা থেকে আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁনের গাড়িতে করে তাকে উপজেলা প্রশাসন কার্যালয়ে আনার পথে স্থানীয় কিছু ব্যক্তি গাড়ির গতিরোধ করে ইমরানকে ছেড়ে দেওয়ার দাবি জানায়। তবে প্রশাসনের কঠোর অবস্থানে শেষ পর্যন্ত উপজেলা অফিসে এনে ইমরানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, একইদিনে নাঙ্গলকোট উপজেলার চারটি কেন্দ্র— দারুল আফসারুল উলুম কামিল মাদ্রাসা থেকে ৪ জন, ধাতিশ্বর স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন, জোড্ডা আলিম মাদ্রাসা থেকে ৫ জন জোড্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন বলেন, “পরীক্ষায় অসদুপায় গ্রহণের ঘটনায় জড়িত যুবককে আটক করে কেন্দ্রে রাখা হয়। পরে নিয়ম অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

রবিউল হাসান

×