
ছবিঃ সংগৃহীত
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন একটি রাজনৈতিক দল—বাংলাদেশ আ-আম জনতা পার্টি।
আজ দলের আহ্বায়ক হিসেবে মোহাম্মদ রফিকুল আমীন উপস্থিত থেকে দলের ঘোষণাপত্র পাঠ করেন। একই সঙ্গে তিনি দলটির পক্ষ থেকে ৯ দফা কর্মসূচিও ঘোষণা করেন।
গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে ফাতিমা তাসনীম নতুন দলটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দলটি ইতোমধ্যেই ২৯৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে।
এদিকে উদ্যোক্তা নাছির উদ্দিন পাটোয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, তিনি মনে করেছিলেন দলটির নাম হবে "ডেসটিনি পার্টি"। ডেসটিনি গ্রুপের পরিচালকের নেতৃত্বে দল গঠিত হওয়ায় এমন নামকরণের প্রত্যাশা করেছিলেন তিনি।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1BikPYiVRY/
মারিয়া