
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজারের আশেপাশের স্থানীয় জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা হিসেবে সুইডেন ১২.৭ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ১৫৫.৪ কোটি টাকার সমান, অনুদান দিয়েছে। এই অর্থ আটটি সহযোগী সংস্থার মাধ্যমে পরিচালিত হবে।
এই সহায়তা শুধু রোহিঙ্গাদের জন্য নয়, দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য সংকটে ভোগা জনগণ এবং জরুরি পরিস্থিতিতে কাজ করা স্থানীয় এনজিওগুলোকেও সহায়তা করবে।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন,
"বাংলাদেশের মানবিক প্রয়োজনে আমরা সবসময় পাশে থেকেছি, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের ক্ষেত্রে গত সাত বছর ধরে। চলতি বছর আমরা আগের বছরের তুলনায় বেশি অনুদান দিচ্ছি, কারণ কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে মানবিক প্রয়োজনে অনেক বেড়েছে।”
এই অনুদান থেকে ইউএনএইচসিআর (UNHCR), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, ইসলামিক রিলিফ, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির মতো সংস্থাগুলো খাদ্য সহায়তা, পুষ্টি, সুরক্ষা সেবা (যার মধ্যে রয়েছে লিঙ্গভিত্তিক সহিংসতা ও শিশু সুরক্ষা), স্বাস্থ্যসেবা, জরুরি শিক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশনের মতো মৌলিক সেবাগুলো প্রদানে সহায়তা পাবে।
এছাড়াও, “স্টার্ট ফান্ড বাংলাদেশ” নামক একটি প্রকল্পের মাধ্যমে ২৬টি স্থানীয় ও জাতীয় সংস্থাকে জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করা হবে।
সুইডেন বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সহায়তা প্রদানকারী দেশ এবং ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, ইউনিসেফ, ইউএনএফপিএ ও জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি তহবিলে (CERF) অন্যতম প্রধান অনুদানদাতা। এই সহায়তা একটি আদর্শ মানবিক দাতব্য মানসিকতার প্রতিফলন, যা জাতিসংঘকে কৌশলগত পরিকল্পনা, দ্রুত প্রতিক্রিয়া এবং কার্যকর সম্পদ ব্যবস্থাপনায় সহায়তা করে।
তথ্যসূত্রঃ https://www.dhakatribune.com/business/378922/sweden-provides-over-12m-to-support-rohingya
মারিয়া