
ছবি: সংগৃহীত।
ভারতকে দেওয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্টসহ সব ধরনের একতরফা সুবিধা বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক এই নোটিশ দেন।
গণমাধ্যম সূত্রগুলো থেকে জানা যায়, নোটিশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থসচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
আইনজীবী আজিজুল হক গণমাধ্যমকে জানান, সরকার যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তবে পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, “ভারত ইতোমধ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এখন বাংলাদেশের জনগণও চায়, ভারতকে দেওয়া সব রকম সুবিধা বাতিল করা হোক।”
সায়মা ইসলাম