
ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, গোলাম মাওলা রনি ভাই খুব সুন্দর করে কথা বলে দিয়ে দেয় বাঁশ। তিনি মজা করে, সুন্দর করে, আদর করে এমন ভাবে কথা বলেন কিন্তু সেটা হয়ে যায় বাশঁ। রনি ভাইয়ের কথা অনেক বছর ধরে শুনি। তিনি কোন কথার আড়ালে কোন কথা বলে ইঙ্গিত দিয়ে দেন, তা বোঝা মুশকিল। এটা উনার স্টাইল।
আজ ১৭ই এপ্রিল (বৃহস্পতিবার) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি।
গোলাম মাওলা রনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের ২৬শে নভেম্বরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন। টেলিভিশন টকশোর খুব আলোচিত ব্যক্তি তিনি। নিজের প্রতিপক্ষকে খোঁচা মেরে ইঙ্গিত দিয়ে কথা বলতে খুব পটু এই রাজনৈতিক বিশ্লেষক।
ফারুক