
ছবি: জনকণ্ঠ
লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের ১৮ দিন পর এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মো. শামীম ওসমান (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে তাকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত শামীম রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী রায়পুর উপজেলার একটি স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ২৮ মে সকাল বেলায় স্কুলে যাওয়ার পথে শামীম ওসমান একটি সিএনজি চালিত অটোরিকশায় জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর নিখোঁজের ব্যাপারে নিশ্চিত হয়ে ৩০ মে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। পরিশেষে, প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীর অবস্থান চিহ্নিত করে কিশোরীকে উদ্ধার এবং শামীমকে গ্রেপ্তার করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, “অভিযোগ পাওয়ার পরই আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। একাধিক অভিযান পরিচালনার পর ভুক্তভোগী কিশোরীকে নিরাপদে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
প্রদীপ/রবিউল