ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যাবজ্জীবন কারাদণ্ড হলো আরাভ খানের!

প্রকাশিত: ১৫:১৬, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:১৭, ১৭ এপ্রিল ২০২৫

যাবজ্জীবন কারাদণ্ড হলো আরাভ খানের!

ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখা (এসবি) এর পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলায় পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খান, তার স্ত্রীসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার আসামিদের মধ্যে আরাভ খান ও তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক রয়েছেন। বাকি ছয়জন—রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান এবং দিদার পাঠান—কারাগারে আটক অবস্থায় ছিলেন এবং রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানী মডেল টাউনের একটি অ্যাপার্টমেন্টে পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খানকে হত্যা করা হয়। পরে হত্যার আলামত গোপনের উদ্দেশ্যে তার মরদেহ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় নিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই দিন পর, ১০ জুলাই, কালীগঞ্জ থানা পুলিশ পুড়িয়ে ফেলা লাশটি উদ্ধার করে।

ওইদিনই মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এছাড়াও, মামলার তদন্তে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে দুটি কিশোরীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে পৃথকভাবে দোষীপত্র দাখিল করা হয়েছে, যা বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এ বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, মূল অভিযুক্ত রবিউল ইসলাম বর্তমানে আরাভ খান নামে পরিচিত এবং তিনি দুবাইয়ে অবস্থান করছেন। ২০২৩ সালে দুবাইয়ে একটি বিলাসবহুল জুয়েলারি দোকান উদ্বোধন করে নতুন করে আলোচনায় আসেন তিনি। একই বছরে, ঢাকার একটি ট্রাইব্যুনাল অস্ত্র মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করে।

শিহাব

আরো পড়ুন  

×