ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হাইকোর্টের আদেশে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ১৪:৪৮, ১৭ এপ্রিল ২০২৫

হাইকোর্টের আদেশে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

ছবি: সংগৃহীত

মহামান্য হাইকোর্টের আদেশে ঢাকার ধামরাইয়ের সূতিপাড়া চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা ও চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি প্রায় দেড় মাস পর গতকাল বুধবার ফের চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন।

এর আগে গত ৪ মার্চ ঢাকা জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে সূতিপাড়া ও চৌহাট ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে অপসারণ করা হয়। এরপর অপসারিত দুই চেয়ারম্যান মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই রিট পিটিশনের আদেশ বলে গতকাল বুধবার ঢাকা জেলা প্রশাসক তানভীন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা ও চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতিকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। চেয়ারম্যান পদে পুনর্বহাল হওয়া রমিজুর রহমান চৌধুরী রোমা ও পারভীন হাসান প্রীতি বলেন, মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করে ন্যায় বিচার পেয়েছি।

আবীর

আরো পড়ুন  

×