
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ইউরোপ সফরে গণতন্ত্রকে টেকসই করার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। তাদের অভিজ্ঞতা থেকে আগামী নির্বাচন যেন সুষ্ঠু হতে পারে, সে বিষয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আমরা তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছি।
ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে সম্প্রতি ব্রাসেলসে সফর নিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের ব্যাপারেও বিস্তারিত তুলে ধরেন তিনি।
সংবাদসম্মেলনে তিনি বলেন, অদক্ষ শ্রমিক হিসেবে বিদেশ যাওয়ায় অনেকে মানবেতর জীবনযাপন করেন। তাই স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের সহায়তা চেয়েছি। তারা আগ্রহ দেখিয়েছেন। সরকারকে বলবো, এই বিষয়ে উদ্যোগ নেন। সেই সাথে সুষ্ঠু নির্বাচন দেন।
জামায়াতের আমির বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছি। সবাই মিলে চেষ্টা করলে মিয়ানমার বাধ্য হবে তাদের ফেরত নিতে।
তিনি বলেন, তারা আমাদের নির্বাচন নিয়ে জানতে চেয়েছে। দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কারের কথা বলেছি আমরা। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন করলে, অতীতের মতো খারাপ নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো যত দ্রুত সংস্কারে সহায়তা করলে, তত দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি হবে।
জামায়াতের আমির বলেন, সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার উপর নির্ভর করছে নির্বাচন কখন হবে।
ফারুক