
ছবি: সংগৃহীত
বাংলাদেশে একটি টেকসই ও প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সনদ প্রণয়নের উপর গুরুত্ব দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য একটি এমন কাঠামো তৈরি করা, যা ভবিষ্যতের জন্য গণতন্ত্রকে সুদৃঢ় ভিত্তি দেবে।”
এক আলোচনা সভায় ড. রীয়াজ বলেন, “আমরা দেখেছি, দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে এবং একসময় ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা চাই এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে, যা ভবিষ্যতে সেই ধরনের শাসন ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করবে।”
তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলো এই ধরনের শাসনের বিরুদ্ধে লড়াই করে এসেছে, যেখানে জাতীয়তাবাদী দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন সময় এসেছে সেই সংগ্রামের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার।”
ড. রীয়াজ জানান, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত দেওয়া হয়েছে। কিছু কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, “যদিও আমরা আলোচনা টেবিলের দুই পাশে বসি, আসলে আমরা একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মিলে একটি জাতীয় ঐকমত্য গড়ে তুলতে চাই, যার ভিত্তিতে গণতন্ত্রের দীর্ঘমেয়াদি রূপ নির্ধারণ করা যাবে।”
বিএনপির ভূমিকাকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “গণতন্ত্রের জন্য এই দল বারবার নিপীড়নের শিকার হয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে। জনগণ তাদের সে ভূমিকার যথাযথ মূল্যায়ন করে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=eUlldfxyeAA
আবীর