ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মুক্তিযোদ্ধার পরিচয়ে ভুয়া সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

প্রকাশিত: ১২:৪৫, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৪৬, ১৭ এপ্রিল ২০২৫

মুক্তিযোদ্ধার পরিচয়ে ভুয়া সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

ছবি: সংগৃহীত

যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তবুও মুক্তিযোদ্ধার পরিচয়ে বিভিন্ন সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

আজ সকালে মেহেরপুরের মুজিবনগরের ঐতিহাসিক বৈদ্যনাথ তলায় আয়োজিত মুজিবনগর দিবসের এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয়ে তুলে ধরছেন, বিভিন্নভাবে সুবিধা নিচ্ছেন। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা বিব্রত ও অপমানিত বোধ করেন। এ ধরনের ভুয়া দাবিদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানের শুরুতে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন, মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন এবং মুজিবনগর মানচিত্র ঘুরে দেখেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=KUQ6TdveHLo

আবীর

আরো পড়ুন  

×