ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হালদা নদীতে পড়ে প্রবাসী নিখোঁজ যুবককে মৃত অবস্থায় উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ১০:১০, ১৭ এপ্রিল ২০২৫

হালদা নদীতে পড়ে প্রবাসী নিখোঁজ যুবককে মৃত অবস্থায় উদ্ধার

ছবি: সংগৃহীত

উপজেলার হালদা নদীতে পড়ে সদ্য বিয়ে করা নুর উদ্দীন মনজু (৩৫) নামে এক প্রবাসী নিখোঁজ হওয়ার চার ঘন্টা পর স্থানীয় জনতা নদীতে অনেক খোঁজাখুঁজির পর রাত সোয়া ২ টায় তার মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আশ্রম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সে সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া চাঁদের ঘোনা গ্রামের আব্দুল মাজিদ টেন্ডল বাড়ীর নুরুল ইসলামের এক মাত্র সন্তান।

জানা গেছে, প্রবাসী মনজু সুয়াবিল থেকে খেলা দেখে বাড়ী ফেরার সময় হালদা নদীর উপর অস্থায়ী সাঁকো মোটর সাইকেল যোগে পার হওয়ার সময় হঠাৎ পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ সময় মঞ্জুর সাথে থাকা তাজু উদ্দীন হালদা নদী থেকে উঠতে পারলেও মঞ্জু উঠতে পারেনি। গত ১৪ই এপ্রিল মনজুর বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আবীর

আরো পড়ুন  

×