
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন ধরনের অপরাধ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে এসব অপরাধের অনেক কিছুই ধরা পড়ছে ফোন কিংবা সিসিটিভি ফুটেজের ভিডিওতে। এতে করে পুলিশের কাজও কিছুটা সহজ হচ্ছে অপরাধীকে শনাক্ত করতে।
এবার এমনই একটি ঘটনা ঘটেছে রাজধানীর অভিজাত এলাকা ধানমণ্ডিতে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবককে প্রকাশ্যে চাঁদাবাজি করতে। ধানমণ্ডির ইবনে সিনা হসপিটালের সামনে একটি প্রাইভেট কারকে ঘিরেই এবার তুলকালাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যামেরাবন্দি হয়েছে এক যুবকের বুক ফুলিয়ে চাঁদাবাজির ভিডিও, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
যুবকের মুখে ছিল অসম্ভব আত্মবিশ্বাস, তার ভাষায় ছিল স্পষ্ট সন্ত্রাসের ছাপ। আর তার আচার আচরণ ছিল, তিনি একাই যেন ঢাকার রাজা। ভাইরাল ভিডিওটির শুরুতেই দেখা যায়, একজন প্রাইভেট কারচালক এক যুবককে জিজ্ঞাসা করছেন, তিনি কেন মাস্তানি করছেন। এমন প্রশ্নের জবাবে পাল্টা উত্তর আসে, তিনি মাস্তানি করছেন, কোনো সমস্যা?
এমন অবস্থায় গাড়ির ভেতরে ভিডিও ধারণকারী এক নারী অভিযুক্ত যুবককে তার নাম জিজ্ঞেস করলে যুবক উত্তরে বলেন, নাম দিয়ে কী হবে? এরপর হলো কিছুটা বাকবিতণ্ডা। প্রাইভেট কারচালক বলেন, তিনি রাস্তার উপর গাড়ি রেখেছিলেন। কিন্তু এর বিনিময়ে চাঁদা দিলেন এই যুবককে।
পরবর্তীতে টাকার লেনদেন শেষ হলে গাড়িচালক অভিযুক্ত যুবককে উদ্দেশ্য করে বলেন, চাঁদা তো দিলেন, বাকিটা তিনি পরে দেখবেন। যার পরেই ওই যুবক অনেকটা হুমকির সুরে গাড়িচালককে উদ্দেশ্য করে বলেন, পারলে তার মাথার একটি চুল ছিঁড়ে দেখানোর জন্য।
এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই পুলিশ ভিডিও সূত্র ধরে অভিযানে নামে। যেখানে ভুক্তভোগীর অভিযোগে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ চাঁদাবাজ আশরাফুলকে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়। এসময় পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত আশরাফুল নিয়মিতভাবেই ওই এলাকায় চাঁদা দাবি করে আসছিলেন বলে স্থানীয়দেরও অভিযোগ রয়েছে। ভাইরাল এই ভিডিও ছিল শুধু তার কার্যকলাপের সামান্য এক ঝলক।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এমন ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের প্রশংসা করছেন। তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে, এই ধরনের চাঁদাবাজির সংস্কৃতি কতটা গভীরে গেঁথে আছে আর এমন কর্মকাণ্ড ভাইরাল না হলে এগুলো বিচার হয় না কেন?
সূত্র: https://www.youtube.com/watch?v=vDd_H2cCm_k
রাকিব