
ছবি: প্রতীকী
দীর্ঘ ১৫ বছর পর রাজনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগের অংশ হিসেবে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসবে দুই দেশ। এ বৈঠক চলবে প্রায় দুই ঘণ্টা।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বালুচ পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য ইতোমধ্যেই ঢাকা পৌঁছেছেন।
এই বৈঠককে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র জানায়, রাজনৈতিক সম্পর্ক, কানেক্টিভিটি, প্রতিরক্ষা, কৃষি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘দুদেশের শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন। তাই বৈঠক থেকে ইতিবাচক অগ্রগতির আশা করা হচ্ছে।’
রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্পর্ক উন্নয়নের উদ্যোগ
গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই পাকিস্তান নতুন করে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করে। সেই আগ্রহের প্রতিক্রিয়ায় বাংলাদেশও আলোচনার পথ খোলে। এরই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে নিউইয়র্ক এবং ডিসেম্বরে মিসরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এইসব বৈঠকের ফলেই আজকের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আয়োজন। আশা করা হচ্ছে, আলোচনা সফল হলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শিগগিরই ঢাকা সফর করতে পারেন।
অতীতের সম্পর্কের প্রেক্ষাপট
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক শীতল হয়ে পড়ে। যদিও বাণিজ্য ও সাধারণ জনগণের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল, ২০১৩ সালে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর সম্পর্ক আরও খারাপ হয়। এর পরই উভয় দেশের ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে পড়ে এবং রাজনৈতিক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।
নতুন করে সম্পর্ক গঠনের এই উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
রাকিব