
ছবি: সংগৃহীত
ইসরায়েল বিরোধিতায় বাংলাদেশিদের প্রতিবাদের ঢেউ সাড়া ফেলেছে পুরো বিশ্বে। দক্ষিণ এশিয়ার এই মুসলিম দেশটি এখন পথ দেখাচ্ছে অন্য দেশগুলোকেও। ‘মার্চ ফর গাজা’ তৈরি করেছে নতুন ইতিহাস।
বাংলাদেশের পাসপোর্টেও ফিরেছে ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ। নতুন করে পাসপোর্টে এই নিষেধাজ্ঞা ফিরে আসার কথা ফলাও করে প্রচার করেছে ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যমগুলো। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশিদের ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ স্থান পেয়েছে আরব বিশ্বসহ ভারত, পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও। আর ঢাকার পদক্ষেপের একদিন পরেই আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা এনেছে দক্ষিণ এশিয়ার আরেক মুসলিম দেশ মালদ্বীপ।
ইসরাইলের গণমাধ্যম টাইমস অফ ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ আবারো পুনর্বহাল করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টে। যার মাধ্যমে বাংলাদেশিদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশিদের জন্য ইসরায়েল অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। দেশটি ইসরায়েলকে স্বীকৃতিও দেয়নি।
কয়েক দশক ধরেই পাসপোর্টে লেখা থাকতো, ইসরায়েল ব্যতীত এই পাসপোর্ট বিশ্বের অন্য সব দেশের জন্য বৈধ। তবে ২০২১ সালে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকটা অগোচরেই পাসপোর্ট থেকে লেখাটি সরিয়ে ফেলা হয়। এরপর তৃতীয় কোনো দেশ হয়ে বাংলাদেশিদের নেতানিয়াহুর দেশটিতে প্রবেশের সুযোগ তৈরি হয়। সম্প্রতি গাজায় ইসরায়েলের নজিরবিহীন নৃশংসতার জেরে ক্ষোভ আর ঘৃণার জোয়ার ওঠে দেশজুড়ে।
ইসরায়েল বিরোধী বিক্ষোভে সমবেত হোন লাখ লাখ মানুষ। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের এমন সমর্থন নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। এমনকি সম্পর্ক না থাকা ইসরায়েলও নেতানিয়াহুর দেশটির প্রতি বাংলাদেশীদের এমন ঘৃণার খবর গুরুত্ব দিয়ে প্রচার করে। এর একদিন পরেই আবারো বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ বহাল করে সরকার।
যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের সাথে থাকা শক্তিশালী সম্পর্ককে কাজে লাগিয়ে ইসরায়েল এখন বিশ্বের অনেক দেশের সাথেই সম্পর্ক স্বাভাবিক করেছে। এমনকি সৌদি আরবের মত দেশেও বাণিজ্যিকসহ বিভিন্ন কারণে ইসরায়েলিদের প্রবেশে অনুমতি দেওয়া হয়। তবে ফিলিস্তিনের প্রতি সমর্থনে ইরান, ইয়েমেনের মতো বাংলাদেশও ইসরায়েল বিরোধিতায় অটল রয়েছে। বাংলাদেশের এমন সিদ্ধান্তের পরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল মালদ্বীপ সরকার আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা এনেছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=X1WRPLFZJoM
রাকিব