ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এভারেস্টের চেয়েও ঝুঁকিপূর্ণ, অন্নপূর্ণা জয়ের পরে বললেন বাবর আলী

প্রকাশিত: ০২:১৪, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:১৭, ১৭ এপ্রিল ২০২৫

এভারেস্টের চেয়েও ঝুঁকিপূর্ণ, অন্নপূর্ণা জয়ের পরে বললেন বাবর আলী

ছবি: সংগৃহীত

বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী, যাঁর রয়েছে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের রেকর্ড। বাবর স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর দশম সর্বোচ্চ উচ্চতার পর্বত নেপালের অন্নপূর্ণা-১ জয়ের।

সেই স্বপ্নকে সত্যি করতেই গত ৭ এপ্রিল ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার এ পর্বতে আরোহণ করেন চট্টগ্রামের সন্তান ডা. বাবর আলী। অভিযান শেষে দেশে ফিরেছেন তিনি।

বুধবার (১৬ এপ্রিল) সকালে বাবরের ক্লাব ভার্টিকাল ড্রিমারস সংবাদ সম্মেলন এবং জাতীয় পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানের আয়োজন করে। নগরীর আলিয়ঁস ফ্রঁসেজ (ফরাসি মৈত্রী) মিলনায়তনে এ সময় এভারেজ জয় থেকেও অন্নপূর্ণা আরোহণ অনেক বেশি কঠিন ছিল বলে জানান বাবর আলী।

বাবর বলেন, ‘এই পর্বতটা আসলে এত ডেডলি একটা মাউন্টেন, এভারেস্টের চেয়েও ঝুঁকিপূর্ণ। সবাই চায় এখানে কত অল্প সময়ে অভিযানটা শেষ করে আসবে। কারণ যতো বেশি সময় থাকবে, ততো ঝুঁকি থাকে। আমার একসময় মনে হচ্ছিল, আমার এই আঙ্গুলটা (বাম হাতের অনামিকা আঙ্গুল দেখিয়ে) একটু কালো হতে শুরু করেছিল। আমি ওই সময় খুব ভয় পেয়ে গেছিলাম, পরে কপাল ভালো ওরকম খারাপ কিছু হয়নি।’

পৃথিবীতে ৮ হাজার মিটার কিংবা এর চেয়ে বেশি উচ্চতার পর্বত আছে ১৪টি। ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে সবকটি শৃঙ্গে লাল-সবুজের পতাকা ওড়ানোর আশা বাবর আলীর। তিনি বলেন, ‘পৃষ্ঠপোষকতা পেলে অনেকটুকু সহজ, কিন্তু আমাদের মতো দেশে যেহেতু এটা এখনো ওইভাবে এপ্রুভড স্পোর্টস না, এই মুশকিলটুকু তো অবশ্যই থাকে।’

এ নিয়ে ৮ হাজার মিটার পর্বতের প্রথম (এভারেস্ট), চতুর্থ (লোৎসে) আর দশম সর্বোচ্চ (অন্নপূর্ণা-১) পর্বতশৃঙ্গ তিনটি জয় করলেন বাবর। বাকি ১১টি পর্বতও ধীরে ধীরে জয় করার স্বপ্ন দেখেন তিনি।

১৯৫০ সালে প্রথম ৮ হাজার মিটারের পর্বত হিসেবে সামিট হয় অন্নপূর্ণা-১ এর। এই ৭৫ বছরে সবগুলো ৮ হাজার মিটারের পর্বত সামিটের কীর্তি আছে বিশ্বের মাত্র ৭১ জন পর্বতারোহীর।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=yMIDiSk9QcM

রাকিব

×