ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাইবে দুদক

প্রকাশিত: ০১:২৬, ১৭ এপ্রিল ২০২৫

টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাইবে দুদক

ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক ব্রিটিশ এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) এমন তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন জানান, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে তার বক্তব্য দেয়ার সুযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, ব্রিটেনে বসবাস করলেও খালার (ক্ষমতাচ্যুত শেখ হাসিনা) রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে গুলশানে সরকারি লিজকৃত প্লট ইস্টার্ন হাউজিংকে অনুমোদনের ব্যবস্থা করে বিনিময়ে একটি ফ্ল্যাট নেন টিউলিপ। এছাড়া পূর্বাচলে প্লট বরাদ্দের মামলায় আগামী ২৭ এপ্রিল টিউলিপের আদালতে হাজির হওয়ার দিন নির্ধারণ করা হয়েছে।

আদালত হাজির না হলে টিউলিপকে ফেরাতে দুদক ইন্টারপোলের সহযোগিতা নেবে কিনা এমন প্রশ্নে সংস্থাটি জানায়, তারা আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিউলিপকে দেশে ফেরাতে কাজ করবে।

 

সূত্র: https://www.facebook.com/share/v/1CHMrvowMC/

রাকিব

×