ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় জড়িতদের বিষয়ে যা জানালেন প্রেস সচিব

প্রকাশিত: ০০:১৫, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:১৬, ১৭ এপ্রিল ২০২৫

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় জড়িতদের বিষয়ে যা জানালেন প্রেস সচিব

ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় বিশিষ্ট চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

ঘটনার পরপরই মানিকগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। মামলার ভিত্তিতে মানিকগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম সাঁড়াশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্যমতে, গত ১৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় অবস্থিত মানবেন্দ্র ঘোষের আধাপাকা টিনশেড চৌচালা বসতঘরের স্টোররুমে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের খাটিয়া, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, জেনারেটর, মোটরসাইকেল, গ্যাস সিলিন্ডারসহ প্রয়োজনীয় মালামাল ও মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মানোয়ার হোসেন মোল্লা বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা হবে। পাশাপাশি মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়িটি পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনাটিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও গুরুত্ব সহকারে দেখছেন। তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে মানিকগঞ্জ জেলা পুলিশের বিবৃতি শেয়ার করেন।

পুলিশ ও প্রশাসনের তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসছে। তবে এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ইমরান

×