ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘মার্চ ফর ইউনূস’-এ আগ্রহ মানুষের, ব্যাপক ব্যবধানে ভোটে পিছিয়ে ‘নির্বাচন’: রাফির পোস্ট

প্রকাশিত: ২৩:২৫, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:২৬, ১৬ এপ্রিল ২০২৫

‘মার্চ ফর ইউনূস’-এ আগ্রহ মানুষের, ব্যাপক ব্যবধানে ভোটে পিছিয়ে ‘নির্বাচন’: রাফির পোস্ট

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোল প্রকাশ করেছেন। পোলটিতে তিনি দুটি অপশন রেখেছেন—‘মার্চ ফর ইউনূস’ ও ‘নির্বাচন’।

ভোটাভুটিতে দেখা গেছে, ‘মার্চ ফর ইউনূস’ অপশনটি বিপুল ব্যবধানে এগিয়ে আছে। এখন পর্যন্ত প্রায় ৮৯% অর্থাৎ ৮৩,০২৬ জন ভোট দিয়েছেন এই অপশনে। অপরদিকে, ‘নির্বাচন’ অপশনটি পেয়েছে মাত্র ১০% ভোট, যা সংখ্যায় ৯,৩৫৯ জন।

এই পোস্টে ১৫ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে এবং মন্তব্যের ঘরজুড়ে অধিকাংশ মানুষ ‘মার্চ ফর ইউনূস’-এর পক্ষে মত দিয়েছেন। নারায়ণগঞ্জ থেকে এক ব্যক্তি ইউনূস সমর্থনে একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, "আওয়াজ উঠাও একটাই, ইউনূস সরকার আরো পাঁচ বছর থাকবে এরপর নির্বাচন।"

অনেকে মন্তব্য করেছেন, ফেসবুকের মতামত যাচাই করে বাস্তব রাজনৈতিক চিত্র বোঝা কঠিন। তবে পোস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগানকে অনুসরণ করে অনেকে ‘তুমি কে আমি কে, ইউনূস ইউনূস’ স্লোগান দিচ্ছেন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, "এই দেশ একমাত্র ইউনূসের দ্বারাই নিয়ন্ত্রণ সম্ভব।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1XseV3qUv1/

মারিয়া

×