ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তদন্ত কমিটির সময় বৃদ্ধি

চিকিৎসা অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু: ওএসডি হলেন অভিযুক্ত চিকিৎসক

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ২২:৩৮, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:৪৩, ১৬ এপ্রিল ২০২৫

চিকিৎসা অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু: ওএসডি হলেন অভিযুক্ত চিকিৎসক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিকের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) পানিতে ডুবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সময় তিনদিন বাড়ানো হয়েছে।

গত ১৪ এপ্রিল দুপুরে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান আশিক। পরে বিকেলে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার জের ধরে আজ বুধবার (১৬ এপ্রিল) হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. এ.এস.এম. শামীম আল আজাদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, চিকিৎসকদের অবহেলার অভিযোগ অস্বীকার করে আজ বিকেলে হাসপাতালের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইন্টার্ন চিকিৎসক ও সংশ্লিষ্টরা। তারা জানান, আশিকের মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। উপস্থিত চিকিৎসকরা বলেন, তারাও চান সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওএসডি চিকিৎসক ডা. শামীম আল আজাদ, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মশিউর রহমান, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার আনজুম শুভ, ইন্টার্ন চিকিৎসক সাদিয়া রহমান রিমি, অন্যনা আক্তার ইলমীসহ অনেকে।

আশিকের মৃত্যুতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে হাসপাতালের সামনে, চিকিৎসকদের অবহেলাকে দায়ী করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়।

জেলা প্রশাসন আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে, যার আহ্বায়ক করা হয়েছে সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়াকে। অন্যান্য সদস্যদের মধ্যে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, মেডিকেল সেন্টারের চিকিৎসক ও তিনজন শিক্ষার্থী প্রতিনিধি।

তদন্ত প্রতিবেদন ১ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও, তিনদিন সময় বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, আশিক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা এবং পুলিশের উপপরিদর্শক নূরে আলম সরকারের ছেলে। মৃত্যুর পরদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার পরপরই ১৫ এপ্রিল থেকে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করে। এছাড়াও শিক্ষার্থীরা সেদিন বিকেলে পায়রা সেতুর টোল প্লাজায় মানববন্ধন করে যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ জানায়।

এসএফ 

×