
ছবি: সংগৃহীত।
বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার মোটিফ নির্মাতা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়িয়ে দেওয়া বাড়ি, সরকারি খরচে পুনঃনির্মাণ দাবি জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
তিনি বুধবার তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এ কথা জানান।
তিনি লিখেছেন, "ফ্যাসিবাদের মোটিফ তৈরিকারী মানবেন্দ্রের পুড়িয়ে দেওয়া বাড়ি, সরকারি খরচে পুনঃনির্মাণ করে দেওয়া হোক। আমাদের সকলের শুভকামনা আর সংহতি মানবেন্দ্রের প্রতি।"
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার টিনশেডের পাকা ঘর, আসবাবপত্র, কয়েকটি প্রতিমা এবং একটি মোটরসাইকেল পুড়ে যায়। নিজের ক্ষতিগ্রস্ত ঘরের ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন।
সায়মা ইসলাম