
ছবি সংগৃহীত
বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন ২০২৫ সালের জন্য তাদের ‘১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকা প্রকাশ করেছে। এ বছর তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে রাখা হয়েছে ‘লিডারস’ ক্যাটাগরিতে।
এই তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং টেসলা ও এক্স-এর প্রধান নির্বাহী, বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক।
ড. ইউনূস সম্পর্কে টাইম ম্যাগাজিনে নিজের অভিমত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেন, “ছাত্রদের নেতৃত্বে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রীর পতনের পর, গণতন্ত্রের পুনর্নিমাণে নেতৃত্ব দিয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।”
হিলারি ইউনূসের ক্ষুদ্রঋণ মডেলের ভূয়সী প্রশংসা করে আরও বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ইউনূস যেভাবে মানুষের জীবনে পরিবর্তন এনেছেন, তা বিশ্বজুড়েই উদাহরণ হয়ে আছে। এ ক্ষুদ্রঋণের সুবিধাভোগীদের ৯৭ শতাংশই নারী, যা সামাজিক ও অর্থনৈতিক মুক্তির এক শক্তিশালী প্রমাণ।”
আশিক