ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জুলাই চার্টারে আমরা রাজি, কিন্তু ডিসেম্বরে ভোট না হলে পরিস্থিতি আরো খারাপ হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ২১:১৮, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:১৯, ১৬ এপ্রিল ২০২৫

জুলাই চার্টারে আমরা রাজি, কিন্তু ডিসেম্বরে ভোট না হলে পরিস্থিতি আরো খারাপ হবে: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

বুধবার (১৬ এপ্রিল ২০২৫) ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় তারা সন্তুষ্ট নন।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি— যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, তাহলে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।”

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি হস্তান্তর করে। চিঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, ১/১১ এবং আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার, এবং অবিলম্বে নির্বাচনী সংস্কার ও রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়।

বৈঠকে আরও আলোচনা হয় নির্বাচনী সময়কালীন রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, রাজনৈতিক মামলার প্রত্যাহার, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও।

মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন যে, ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে নির্দিষ্ট কোনো দিনক্ষণ বা চূড়ান্ত সময়সূচি দেওয়া হয়নি।

এই অনিশ্চয়তা নিয়ে তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা এমনভাবে খারাপের দিকে যাবে, যেটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।”

তিনি আরও জানান, “আমরা নিজেদের দল ও জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করে আবার সংবাদমাধ্যমের সামনে আসব, তারপর পরবর্তী সিদ্ধান্ত জানাব।”

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বৈঠক শেষে বলেন, “ডিসেম্বর থেকে জুন মানে এই নয় যে আমরা জুন পর্যন্ত টেনে নেব—এমন কোনো পরিকল্পনা নেই। সবকিছু নির্ভর করছে নির্বাচনসংক্রান্ত সংস্কার, বিচারিক প্রক্রিয়া এবং অন্যান্য বিষয়ের উপর।”

তবে বিএনপির মতে, অধিকাংশ সংস্কার কাজ হওয়া উচিত একটি নির্বাচিত সরকারের অধীনে। ফখরুল বলেন, “আমরা বলেছি—সব দল যে বিষয়ে একমত, সেগুলোর ভিত্তিতে একটি সনদ তৈরি করে নির্বাচনমুখী হওয়া সম্ভব।”

তথ্যসূত্রঃ https://www.dhakatribune.com/bangladesh/politics/378808/bnp-not-happy-says-fakhrul-after-meeting-with

 

মারিয়া

×