
ছবিঃ সংগৃহীত
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, বিএনপির মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে। একটা আলোচনা থেকে একজন একভাবে পারসিভ করে, আরেকজন আরেকভাবে পারসিভ করে।
তিনি বলেন, আমার কাছে উনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে, মনে হয়েছে উনাদের মনে যে প্রশ্ন ছিল, এগুলো অনেক কিছু উত্তর উনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে।
তিনি আরও বলেন, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। উনারা যে সমস্ত আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মত বলেছি, এই সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা অত্যন্ত রেসপেক্টফুলি উনাদের মতামত বিবেচনায় নিয়েছি। আমরা এ ব্যাপারে আরো সচেতন থাকব।
আসিফ নজরুল আরও বলেন, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে, এটার জন্য আলোচনা হয়নি, এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিবেন। তবে আপনারা একটা জিনিস জানেন যে, নির্বাচনের যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন, তাহলে শিডিউল ঘোষণা করার পর মোটামুটি ৬০ দিন দিলেই হয়। সেই হিসাবে, যখন আমরা নির্বাচন করব, তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে।
আজকের বৈঠকের আলোচনায় বিএনপির সাথে দূরত্ব হওয়ার বিষয়ে প্রশ্ন করলে আসিফ নজরুল বলেন, কোন দূরত্ব তৈরি হয়নি। আমার প্রশ্নের উত্তর আমি দিলাম। আপনাদের কাছে মানে ফখরুল ভাই এসে বলেছেন যে, উনারা সন্তুষ্ট না। আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে, আমাদের কাছে মনে হয়েছে, আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা উনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে মনে হয়েছে, উনারা সন্তুষ্ট।
ইমরান