
ছবি সংগৃহীত
দেশের স্বর্ণবাজারে আবারও লাফিয়ে বাড়ল সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হবে।
এর আগে, গত মাসেও সোনার দাম বাড়িয়ে রেকর্ড ছুঁয়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।
আশিক