ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহে বাবাকে বৃষ্টিরোধক দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মেয়ের

নিজস্ব সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ

প্রকাশিত: ১৮:৫৩, ১৬ এপ্রিল ২০২৫

ময়মনসিংহে বাবাকে বৃষ্টিরোধক দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মেয়ের

ছবি: প্রতীকী

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে হাসনা বেগম (২০) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারিনগর গ্রামে ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে বৃষ্টি বজ্রপাতের মধ্যে বাড়ির সামনের ফসলি ক্ষেতে ধান কাটছিলেন হাসনার বাবা নুরুল হক। হঠাৎ বৃষ্টি শুরু হলে মেয়ে হাসনা বেগম বাবার কষ্ট দেখে ঘর থেকে একটি প্লাস্টিকের বৃষ্টিরোধক কাগজ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মজিবুর/রবিউল

×