
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে এখন থেকে এটি ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামে পরিচিত হবে।
বুধবার (১৬ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতির ক্ষমতাবলে ২০২৫ সালের ১৩ এপ্রিল জারি করা অধ্যাদেশ নম্বর ১২-এর মাধ্যমে ১৯৯৮ সালের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন’ সংশোধন করা হয়েছে।
সংশোধিত আইনে, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ১ নম্বর ধারায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘বাংলাদেশ’ শব্দ যুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির নতুন নাম হয়েছে—বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
শিহাব