ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে ছাত্রদলের ব্যানারে লটারি, ব্যবস্থা নেয়া হবে বললেন জেলা আহ্বায়ক

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৫, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৪৫, ১৬ এপ্রিল ২০২৫

শিবগঞ্জে ছাত্রদলের ব্যানারে লটারি, ব্যবস্থা নেয়া হবে বললেন জেলা আহ্বায়ক

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদলের ব্যানারে র‌্যাফেল ড্রয়ের আয়োজন করে সংগঠনটির ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠেছে। অভিযোগটি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ছাত্রদলের নেতারা। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০ টাকা মূল্য নির্ধারণ করে লোভনীয় পুরস্কার ঘোষণা করে দেদারসে র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ প্রলুব্ধ হয়ে হুমড়ি খেয়ে লটারির টিকিট কিনছেন। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে উপজেলার বিনোদপুর ইউনিয়নের পাঁকাটোলা গ্রামের আফজাল হোসেনের ছেলে মুর্শেদের নেতৃত্বে ছাত্রদলের ব্যানারে লটারির আয়োজন করেছে বিনোদপুর ইউং ক্লাব । 

বিনোদপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী দাবি করা অভিযুক্ত মুর্শেদ বলেন, "আমি ঈদুল ফিতর উপলক্ষে লটারির আয়োজন করেছি। পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অনুমতি নিয়েছি ও উপজেলা প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদন করেছি।" উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষার বিশ্বাস বলেন, "দলীয় ব্যানারে কে বা কারা লটারি করেছে তা আমার জানা নেই। তবে যেই করুক না কেন, এটি সম্পূর্ণভাবে অপরাধযোগ্য।" জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা বলেন, "ছাত্রদলের ব্যানারে র‌্যাফেল ড্রয়ের আয়োজন করে সংগঠনটির ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। জেলা কমিটি ছাড়া অন্য কোন ছাত্রদলের কমিটি নেই। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, "উপজেলায় কাউকে কোনো লটারি খেলার অনুমতি দেয়া হয়নি। খবর পেয়ে লটারি বিক্রির কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। যদি বন্ধ না করে, তাহলে আয়োজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।"

আবীর

×