
ছবি: সংগৃহীত
“তপ্ত রোদে এইনা খরায় নিজের গায়ের ঘাম যে ঝরায় তবু মুখে হাসি! আমার দেশের চাষী ও ভাই আমার দেশের চাষী”, কবির এই লেখা ছড়ার ছন্দ মেখে বাউফলের কালিশুরী ইউনিয়নের দক্ষিণ পশ্চিম রাজাপুর চালতাবাড়ি ক্ষুদ্র খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
খাল পুনঃখনন অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাল পুনঃখনন অনুষ্ঠান শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ দক্ষিণ-পশ্চিম রাজাপুর বকু মৃধার বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।
আবীর