ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুয়াকাটা একটি অনন্য পর্যটন কেন্দ্রে পরিণত হবে: ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:০১, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:০১, ১৬ এপ্রিল ২০২৫

কুয়াকাটা একটি অনন্য পর্যটন কেন্দ্রে পরিণত হবে: ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি

ছবি: সংগৃহীত

ট্যুরিস্ট পুলিশ খুলনা-বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল বলেছেন, "কুয়াকাটা একটি অনন্য পর্যটনকেন্দ্রে পরিণত হবে, এটি আমার মনের চাওয়া। এখানে সৈকতের বেলাভূমিতে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্তের মতো মনোরম, বিরল দৃশ উপভোগ করা যায়। এখানকার পরিবেশগত পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যটন কেন্দ্রের জন্য একটি প্লাস পয়েন্ট। তারপরও আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। পলিথিন থাকবে না, প্লাস্টিক বোতল থাকবে না। সকলের আচার-আচরণ আরো বেশি পর্যটনবান্ধব থাকবে। তাহলেই এখানে পর্যটক স্বেচ্ছায় চলে আসবেন।"

বুধবার বেলা ১১ টায় হোটেল খান প্যালেস মিলনায়তনে কুয়াকাটার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জনাব ইকবাল এসব বলেন। 

তিনি আরো বলেন, "অনেক সমস্যা থাকতে পারে। যা সমাধান করা সম্ভব তা আমরা করব। আমাদের মধ্যে যত কথা হবে, তত কাজ করার সুযোগ হবে। যদি আপনারা সহযোগিতা করেন তাইলে কুয়াকাটায় আসা পর্যটকের শতভাগ সেবা দেওয়া সম্ভব হবে।"

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজ পদোন্নতিপ্রাপ্ত) অনির্বাণ চাকমা। সভাপতিত্ব করেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটার সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণমাধ্যম কর্মী কাজী সাঈদ, হোসাইন আমির, পরিবেশ কর্মী কেএম বাচ্চু, কেএম জহির, হোটেল খান প্যালেসের পরিচালক রাসেল খান প্রমুখ।

আবীর

×