ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গণতন্ত্র চর্চার জন্য যা করণীয় তাই আমরা করবো: জামায়াতে আমির

প্রকাশিত: ১৬:৪২, ১৬ এপ্রিল ২০২৫

গণতন্ত্র চর্চার জন্য যা করণীয় তাই আমরা করবো: জামায়াতে আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে, শুধু আগামী রমজান নয়—আগামী প্রথম রমজানের আগেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন। দলটির আমির ড. শফিকুর রহমান এ দাবি তুলে ধরেন, যেখানে তিনি বলেন, “আগামী অনেক রমজান আসবে, কিন্তু আমাদের দরকার আগামী প্রথম রমজানের আগেই একটি সুষ্ঠু নির্বাচন।”

তিনি জানান, যুক্তরাষ্ট্রের দুইজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ সফরে আছেন এবং তাদের সঙ্গে জামায়াতের বৈঠক হয়। এর আগে তারা দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের সামনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের সময় ও কাঠামো, প্রত্যাশিত সংস্কার, অর্থনৈতিক ও বৈদেশিক নীতির রূপরেখা, আঞ্চলিক বিষয়সহ সংখ্যালঘু অধিকার, নারী অধিকার ও শ্রম অধিকার ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

ড. শফিকুর রহমান বলেন, “আমরা প্রতিনিধিদের জানিয়েছি, দেশ এখন একটি সংকটপূর্ণ সময় পার করছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত ৩৭ শতাংশ শুল্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছি। আমরা তাদের অনুরোধ করেছি যেন এই বার্তাটি সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেন।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করি এবং দেশেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে যা যা প্রয়োজন, তা করতে আমরা প্রস্তুত।”

সরকারের পক্ষ থেকেও একই অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জামায়াত আশাবাদী, যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=i1ZBqbtQWKM

আবীর

×